You have reached your daily news limit

Please log in to continue


গণটিকার সহজীকরণ

বাংলাদেশের টিকা কর্মসূচি অত্যন্ত সমৃদ্ধ, মর্যাদাপূর্ণ। বছরে ৩০-৪০ লক্ষ শিশুদের ৮০ শতাংশ লক্ষ্যমাত্রা ক্রমাগতভাবে অর্জন করে আসা স্বীকৃতি হিসেবে পেয়েছে টিকা হিরোর বিশ্ব মুকুট। সেই দেশ করোনা টিকাদানে সাফল্য পাবে, তার টিকাদান কর্মসূচি নিজের সক্ষমতার পরীক্ষায় উতরে যাবে সেটাই কাঙ্ক্ষিত। কিন্তু এ পর্যন্ত পরিচালিত করোনা টিকাদানে, সেটা সর্বতোভাবে সফল হয়েছে তা বলা যাবে না।

গত চল্লিশ বছর ধরে অনুসৃত খানাভিত্তিক নিবন্ধন পরিহার করে, দেশের সর্বাপেক্ষা অভিজ্ঞতা সম্পন্ন টিকাদান কর্মীদের বাদ দিয়ে টিকাদান এবং সারা উপজেলার জন্য মাত্র একটি করে কেন্দ্রের মাধ্যমে টিকাদান এবং গ্রামের নিরক্ষর বয়স্ক মানুষদের যথাযথভাবে উদ্বুদ্ধ করতে না পারার ফলে প্রথম পর্যায়ের টিকাদানে গ্রামের ন্যূনতম ৮০ শতাংশ বয়স্ক মানুষ টিকা বঞ্চিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন