ডিসেম্বরের মধ্যে আসবে উপহারের ৬ কোটি টিকা

প্রথম আলো প্রকাশিত: ১১ আগস্ট ২০২১, ০৮:৩৯

বাংলাদেশের জন্য করোনার টিকার বড় উৎস হয়ে উঠছে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স। এ উদ্যোগের আওতায় বাংলাদেশ আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ছয় কোটি ডোজ করোনার টিকা পেতে যাচ্ছে। এ টিকা বাংলাদেশকে কিনতে হবে না, পাওয়া যাবে বিনা মূল্যে। তবে কোন মাসে কত টিকা আসবে, তার কোনো পথনকশা আগেভাগে জানায় না কোভ্যাক্স।


কোভ্যাক্সের আওতায় ইতিমধ্যে বাংলাদেশ প্রায় ৮৯ লাখ টিকা পেয়েছে। সর্বশেষ চালান হিসেবে গতকাল মঙ্গলবার কোভ্যাক্সের মাধ্যমে চীন থেকে ১৭ লাখ সিনোফার্মের টিকা বাংলাদেশে এসেছে।


বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে সমভাবে করোনার টিকা বণ্টন নিশ্চিতের লক্ষ্যে ২০২০ সালের এপ্রিলে কোভ্যাক্স গঠিত হয়। এ পর্যন্ত ১৬৫টি দেশ কোভ্যাক্সের সদস্য হয়েছে। উন্নত দেশ, উন্নয়ন সহযোগী সংস্থা, ব্যক্তি ও ফাউন্ডেশনের অনুদানে টিকা সংগ্রহ করে কোভ্যাক্স।


সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কোভ্যাক্স বাংলাদেশকে কী পরিমাণ টিকা দেবে, তা আগেই চিঠি দিয়ে জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us