মাত্র ১৩ বছর বয়সেই অভিনয় শুরু করেন জর্জ ক্লুনি। কিন্তু প্রথম সিনেমার টাইটেলে তাঁর নাম ছিল না। অভিনয় করতে পারবেন কি না এই নিয়ে দোটানায় ছিলেন। শৈশব থেকেই সংগ্রাম করতে হয়েছে। সেই সময়ে সাইকেল চালিয়ে কিশোর ক্লুনি অডিশনে যেতেন।
অভিনেত্রী সান্ড্রা বুলক তাঁর ২৫ বছর ধরে ভালো বন্ধু। ক্যারিয়ার শুরুর পর দুজনই জনপ্রিয়তা পান। কিন্তু এই দুই বন্ধুর একসঙ্গে সিনেমা করা হচ্ছিল না। ২৫ বছরের বন্ধুত্বের পর অবশেষে ২০১৩ সালে তাঁরা ‘গ্র্যাভিটি’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সুযোগ পান।ছবি: আইএমডিবি