রক্তস্বল্পতার রোগ থ্যালাসেমিয়া। বর্তমানে বহু মানুষকে এই সমস্যায় ভুগতে দেখা যায়। শিশু থেকে বৃদ্ধ যেকোনো বয়সী নারী-পুরুষের রক্তস্বল্পতা দেখা দিতে পারে। বাবা-মা দুজন থ্যালাসেমিয়া রোগী হলে সন্তানেরও এই রোগ হতে পারে।
থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে যুগান্তরকে পরামর্শ দিয়েছেন রক্তরোগ, ব্লাড ক্যান্সার, বিএমটি বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক (হেমাটোলজি) ডা. মো. কামরুজ্জামান।
থ্যালাসেমিয়া বাহক যার একটি জিন ত্রুটিযুক্ত আর থ্যালাসেমিয়া রোগী যার দুইটি জিন ত্রুটিযুক্ত। সুতরাং থ্যালাসেমিয়া বাহক আর থ্যালাসেমিয়া রোগী এক কথা নয়।
থ্যালাসেমিয়ার বাহক স্বাভাবিক মানুষরূপে বেড়ে ওঠে। তাই কেউ থ্যালাসেমিয়ার বাহক কিনা, রক্তের পরীক্ষা ছাড়া তা বাহ্যিকভাবে বোঝার কোনো উপায় নেই।