করোনা মহামারিতে অনেকটা হাত গুটিয়ে বসে আছে দেশের বেসরকারি সংস্থাগুলো (এনজিও)। সিডর-আইলার মতো ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্যোগে সক্রিয়ভাবে মাঠে দেখা গেলেও এবারের এই মহামারিতে তাদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। ব্র্যাকসহ কয়েকটি বেসরকারি সাহায্য সংস্থা ছাড়া উল্লেখযোগ্য তেমন কাউকে অসহায়-পীড়িত মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি। উলটো কোনো কোনো সংস্থার বিরুদ্ধে এই দুঃসময়ে সরকারের বিধিনিষেধ অমান্য করে ঋণের কিস্তি আদায়, গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়া, জালিয়াতি, দুর্নীতি, অনিয়মসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সরকারের নীতিনির্ধারকরাও। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি ত্রাণসামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে বলেন, সরকারের সমালোচনায় মুখর এনজিও ব্যক্তিত্বদের করোনার এই দুঃসময়ে সাধারণ মানুষের পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না।