উত্তর জানা, তবু প্রশ্ন করতে হয়

কালের কণ্ঠ আবদুল মান্নান প্রকাশিত: ০৮ আগস্ট ২০২১, ১৬:৫০

বাঙালির জীবনে আগস্ট শোকের মাস। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার জন্য এই মাসটি শুধু শোকের মাসই নয়, স্বজন হারানোর এক বেদনার মাস। ১৯৭৫ সালে এই দিনে ঘাতকরা জাতির পিতাসহ তাঁর পরিবারের ১৭ জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। আগস্ট মাস এলেই সারা জাতির সঙ্গে তাঁরা শোকে মুহ্যমান হয়ে পড়েন। বছর দু-এক আগে শেখ হাসিনা এই দিনকে সামনে রেখে প্রশ্ন রেখেছিলেন ‘আওয়ামী লীগে যদি এত নেতাকর্মী থাকে, তাহলে বঙ্গবন্ধুর লাশটি ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়ির সিঁড়িতে কেন ৩২ ঘণ্টা পড়ে ছিল?’ এ বছর তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারি না কিভাবে ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের কিছু মানুষ জড়িত ছিলেন।’ তিনি এ-ও বলেন, ‘এই হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, সেটাও একদিন আবিষ্কৃত হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us