বিয়েতে রাজি হননি প্রেমিকা। তা নিয়ে ঝগড়ার সময় রাগের মাথায় প্রেমিককে ‘মরতে’ বলেছিলেন তরুণী। তার পরে সত্যি সত্যি ফেসবুক লাইভ করে আত্মঘাতী হলেন তরুণ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থাণে জেলার কল্যাণে। পুলিশ জানিয়েছে, ২৭ বছরের এক তরুণের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল এক তরুণীর। ওই তরুণ স্থানীয় এক হাসপাতালে কর্মরত ছিলেন।
কিছু দিন আগেই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু তরুণী বিয়েতে রাজি হননি। এই বিষয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। তার পরেই ফেসবুক লাইভে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তরুণ। সেখানে তিনি জানান, তিন বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। অনেক দিন তরুণীকে আর্থিক সাহায্যও করেছেন তিনি। কিন্তু তাঁর বিয়ের প্রস্তাবে তরুণী রাজি হননি বলেই আত্মঘাতী হচ্ছেন তিনি।