সময়টি আসলেই খারাপ। বড়ই অস্থির। হতাশাজনক। এক অদৃশ্য শত্রুর আক্রমণে সারা বিশ্বই যেন টালমাটাল। ধনী দেশগুলো অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক শক্তিমত্তায় তাদের বেশিরভাগ মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছে। সে কারণে তাদের অর্থনীতি ফের খোলা সম্ভব হচ্ছে। তবে সেসব দেশেও অর্থনৈতিক বৈষম্য বেশ বেড়েছে। সম্প্রসারণমূলক মুদ্রানীতির সুফলের বেশিরভাগ বড় উদ্যোক্তাই হাতিয়ে নিয়েছেন। আমাদের দেশেও প্রায় একই চিত্র লক্ষ্য করছি। সে কারণে সামাজিক পিরামিডের নিচের তলায় কর্মহীনতা ও দারিদ্র্য দুই-ই বেড়েছে। এমন কঠিন বাস্তবতায় আমাদের সমাজের মঙ্গলময় বৈশিষ্ট্যের পুনরুদ্ধার যেমন জরুরি, তেমনি বর্তমানে সমাজের অকল্যাণকর দিকগুলো ঝেঁটিয়ে বিদায়েরও এখন উপযুক্ত সময়। তাই আমাদের সমাজকে সচল করে নিজেদের দিকে তাকানোর প্রয়োজন খুব বেশি।