অক্সিজেনের অভাবেই মারা গেলেন অক্সিজেন ব্যবসায়ী

মানবজমিন প্রকাশিত: ০৬ আগস্ট ২০২১, ০০:০০

বরগুনায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে মিসকাতুল ইসলাম মিলন সিকদার (৩৮) নামে এক অক্সিজেন ব্যবসায়ী মারা গেছেন। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। গতকাল হাসপাতালের করোনা ওয়ার্ডের চিকিৎসক ডা. ইমরান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। মিলন সিকদার বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এডভোকেট নুরুল ইসলাম সিকদারের ছেলে। বরগুনা শহরে তার অক্সিজেনের ব্যবসা ছিল। জানা যায়, গত ৩১শে  জুলাই মিলনের করোনা শনাক্ত হয়। পরে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিলন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পস্তুতি নেয়া হয়। এ সময় তার অক্সিজেন লেভেল কমে যায়। রাত ৩টার দিকে এম্বুলেন্সে বরিশালের গৌরনদী এলাকায় পৌঁছালে তিনি মারা যান। মিলন সিকদারের স্ত্রী মরিয়াম আক্তার বিজলী বলেন, করোনা মহামারির শুরুর পর থেকে আমার স্বামী কত মানুষের ঘরে অক্সিজেন পৌঁছে দিয়েছে, আজ নিজেই তিনি অক্সিজেন সংকটে মারা গেলেন। এ বিষয়ে ডা. ইমরান হোসাইন বলেন, মিলন সিকদার করোনা ওয়ার্ডে ভর্তি হওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হয়। বারবার অক্সিজেন লেভেল নেমে যাচ্ছিল। প্রতি মিনিটে ৪০ লিটার অক্সিজেন দেয়া হলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনদের সঙ্গে আলোচনা করে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়। স্বজনরা আইসিউ সুবিধা সংবলিত এম্বুলেন্স জোগাড় করে ঢাকার পথে রওনা দেন। পথে তার মৃত্যু হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us