দুরন্ত উত্থান। শেষ মুহূর্তে ফাইনালের টিকিট পেয়ে চমকে দিয়েছিলেন ভারতবাসীকে। আশায় বুক বেঁধে টোকিও অলিম্পিকের প্রথম সোনার পদকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা দেশ। কিন্তু রবির দৌড় শেষ হল রুপোতেই। ভারতের ঘরে হল দ্বিতীয় রুপো। কুস্তির ৫৭ কেজির ফাইনালে হেরে রবি কুমার দাহিয়া পেলেন রুপোর পদক। ৪-৭ ব্যবধানে হার।