উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন টোকিও অলিম্পিক গেমসের প্রথম কভারেজ সম্প্রচার করেছে সমাপনী অনুষ্ঠানের দুইদিন পর। কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশন এই সপ্তাহে যুক্তরাজ্য এবং চিলির মধ্যে নারী ফুটবল ম্যাচে ৭০ মিনিট সম্প্রচার করেছে। ম্যাচটি হয়েছিল গত ২১ জুলাই। শুক্রবার (১৩ জুলাই) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।