বঙ্গবন্ধুর বাঙালিয়ানা

আজকের পত্রিকা ড. এম আবদুল আলীম প্রকাশিত: ০৫ আগস্ট ২০২১, ০৯:২৬

মাতা, মাতৃভাষা ও মাতৃভূমি সবার কাছেই প্রিয়। এ ক্ষেত্রে বাঙালির আবেগ একটু গভীর এবং ভিন্ন ব্যঞ্জনার দ্যোতক। কেননা, এই জাতি মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছে, এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। কালে কালে পরাধীনতা ও শোষণ-বঞ্চনার জাঁতাকলে পিষ্ট হলেও এই জাতি সর্বপ্রথম নিজস্ব অস্তিত্ব নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বায়ান্নর ভাষা আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলন পূর্ববঙ্গের মানুষের চেতনায় শোষণমুক্তির এমন এক সঞ্জীবনী সুধার পরশ বুলিয়ে দেয়, যার ফলে সমগ্র জাতি জেগে ওঠে এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে পরাক্রমশালী পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে। দীর্ঘকালের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক শোষণের কারণে পুঞ্জীভূত হওয়া ক্ষোভের বিস্ফোরণ যেন ভাষা আন্দোলনের মাধ্যমেই ঘটে। এর ফলে ধাপে ধাপে গড়ে ওঠা জাতীয়তাবাদী আন্দোলনে স্বৈরাচারের আসন টলে ওঠে এবং অর্জিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বাঙালির এই স্বাধীন বাংলাদেশ অর্জনের সংগ্রামে মূল নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us