'করোনা আমাদের মারবে না। আমরা মরব লকডাউনে। পেটের ক্ষুধায় আমাদের ছটফট করতে হয়। সরকার বিভিন্ন প্রণোদনা দিলেও আমাদের জন্য লকডাউনে কোনো প্রণোদনা বা সহযোগিতা নেই। আমাদের কেউ মানুষ মনে করে না।'
কথাগুলো বলছিলেন চট্টগ্রামের ট্রান্সজেন্ডার রুবি।
লকডাউনে ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কীভাবে দিন কাটছে, তা জানতে রুবিসহ ট্রান্সজেন্ডারদের আরও কয়েকজনের সঙ্গে টেলিফোনে কথা বলেছে দ্য ডেইলি স্টার। প্রত্যেকেই জানিয়েছেন লকডাউনের মধ্যে তারা সরকারি কোনো সহায়তা না পেয়ে খুব কষ্টে দিন পার করছেন। বিভিন্ন সংগঠন থেকে আগে সহযোগিতা পেলেও এবারের লকডাউনে তাদের কেউ তেমন কিছু দেয়নি।
সমাজসেবা অধিদপ্তর থেকেও ট্রান্সজেন্ডারদের জন্য কোনো প্রণোদনা বা লকডাউনে বিশেষ কোনো সহযোগিতা না থাকার কথা জানা গেছে।