সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
আজ মঙ্গলবার দেশটির রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রায়িসিকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন করেন খামেনি। এর মাধ্যমে ইব্রাহিম রায়িসি আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন। খবর আল জাজিরার।