মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লঙ্গুরপাড় গ্রামের বাসিন্দা সোহেল আহমেদ (২৮)। কাজের প্রয়োজনে ঢাকায় থাকেন তিনি। সোহেলের গ্রামের বাড়ি থেকে ঢাকার দূরত ২৩০ কিলোমিটারের মতো। গত বুধবার রাত থেকে সোহেলের মা নিখোঁজ হন। মায়ের নিখোঁজের খবর শুনে ২৩০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে গ্রামে ফিরেছেন সোহেল।
সোহেল আহমেদ দ্য ডেইলি স্টারকে, 'বিরতিহীনভাবে প্রায় ১৪ ঘণ্টা সাইকেল চালানোর পর গ্রামের বাড়ি পৌঁছেছি। বাবা আমাকে জানান, আমার মা হাজেরা বিবি (৪৮) গত বুধবার রাতে বড়ভাইয়ের বাড়িতে খাবার খেয়ে প্রতিবেশী রকিব মিয়ার বাড়িতে ছিলেন। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে রকিবের স্ত্রীকে চা বানানোর কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। এরপর থেকে আমার মা নিখোঁজ।
তিনি আরও বলেন, 'বিষয়টি আমাকে জানানো হয় শনিবার রাতে। রোববার ভোরে গণপরিবহন বন্ধ থাকায় বাইসাইকেলে যাত্রা শুরু করি এবং রাতে পৌঁছিয়েছি। '