রাজনৈতিক দোকান

ঢাকা পোষ্ট সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ০৮:৫৫

দেওয়াল লিখন, পোস্টার, ব্যানারে ভরে আছে সারাদেশের পাড়া-মহল্লা, রাস্তাঘাট, বাজার। ভরে আছে ফেসবুক। এরা ভরে আছে ইউটিউবে। এরা সেমিনার করে, আলোচনা সভা করে, মানববন্ধন করে। আর এগুলোতে যোগ দেন মন্ত্রী, সাংসদ, বড় নেতা, মাঝারি নেতা, পাতি নেতা এমনকি সুশীল সমাজের লোকজনও।


এগুলো একেকটা দোকান। লীগ নামের দোকান। গত এক যুগে এমন কত লীগ সংগঠন জন্ম নিল, তার হিসাব জানা না গেলেও আঁচ করা যায় যে, সংখ্যাটা বেশ বড়। একটি অনলাইন পোর্টাল বলেছে, এদের সংখ্যা প্রায় ৩০০। আওয়ামী শিশু লীগ থেকে বয়স্ক লীগ, জননেত্রী পরিষদ থেকে তরকারি লীগ বা আওয়ামী অনলাইন লীগ থেকে বিশ্ব আওয়ামী অনলাইন লীগ—বাহারি সব নামে অসংখ্য দোকান। চাহিদা আর জোগানের তত্ত্ব চিন্তা করলে বলতেই হবে—চাহিদা আছে বলেই বাজারে আসছে এমন সব দোকান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us