নদীর স্রোতে দোকান বিলীন, ঝুঁকিতে স্কুলসহ আরও ১৫ দোকান

বার্তা২৪ প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ০৮:৪৪

ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের গাজী খালি নদীর প্রচন্ড স্রোতের কারণে নওগাঁও বাজারের দুটি দোকান ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে ৫০নং নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বাজারের আরো ১৫টি দোকান ও দুইশত বছরের ঐতিহ্যবহনকারী একটি বটগাছ। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানালেও তিনি কোনও ব্যবস্থা নিচ্ছেন না। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আরো বড় ধরণের ক্ষতির সম্মুখীন হতে পারে এলাকাবাসী।


বুধবার (২৮ জুলাই) স্থানীয়রা জানান, ২০১৯ সালের শুরুর দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও বাজারের পাশে গাজীখালি নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। তখনই এই নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করা হয়। সেই রাস্তা দিয়েই দেড় বছরের বেশি সময় ধরে লোকজন চলাচল করছে। এছাড়াও কেষ্টি নওগাঁ এলাকায় রয়েছে নূরুল ব্রিকস, কেবিকো ব্রিকস ও আহাদ ব্রিকসসহ কয়েকটি ইটভাটা। যারা এই নদীতে বাঁধ দিয়ে তৈরি করা রাস্তা দিয়েই ইট ও ইট তৈরির মাটি আনা নেয়া করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us