রাজধানীসহ সারা দেশে বর্তমানে চীনের তৈরি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেয়া হচ্ছে। আপাতত অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা প্রদান বন্ধ রয়েছে। তবে টিকা নিতে কেন্দ্রগুলোতে প্রতিদিন মানুষের ভিড় বাড়ছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩ জন। আর মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৩৮ জন।