বিশ্ব যখন একটি অতিমারিতে জর্জরিত, ঠিক তখনই ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে মাসটা আবার জুলাই আর তারিখটা জুলাই ২৮। এ দিনটি হেপাটাইটিস বি ভাইরাসের আবিস্কারক মার্কিন চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ব্লুমবার্গের জন্মদিন। অধ্যাপক ব্লুমবার্গ ছিলেন পাশাপাশি হেপাটাইটিস বি ভাইরাসের টিকারও আবিস্কারক। এই টিকাটি সারা পৃথিবীতে অসংখ্য অজস্র মানুষের জীবন বাঁচিয়েছে, ঠেকিয়েছে লিভারের ক্যান্সার আরো অনেক মানুষের।
কারণ বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশেই, বিশেষ করে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোয়, লিভার ক্যান্সারের প্রধানতম কারনই এই ভাইরাসটি। অথচ এই যুগান্তকারী আবিস্কারটির জন্য ব্লুমবার্গ কোন পেটেন্ট করেননি কখনই। এই মহান চিকিৎসা বিজ্ঞানীর জন্মদিনটিকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাই বেছে নিয়েছে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে, যা সংস্থাটির অনুমোদিত আটটি মাত্র দিবসের অন্যতম।