গত ১০ জুলাই একটি জাতীয় দৈনিকে 'পোলা লইয়া পুলিশের দৌড়ানি খাইয়াও দোকান খুলি' শিরোনামে একটি খবরে চোখ আটকে গেল। মা সুমি তার কোলের ছয় মাসের শিশু তাকবীরকে রাস্তার পাশে একটি উঁচু টুল জাতীয় জায়গায় ঘুম পাড়িয়ে পাশেই রাস্তায় বসে পান বিক্রি করছেন। ছবিটি তোলা হয়েছিল ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়া থেকে। চারদিকে যখন করোনার দাপট; লাশ ফেলে পালিয়ে যাচ্ছে আত্মীয়স্বজন; বাসায় বসে অফিসের কাজ করতে হচ্ছে, ঠিক তখনই সুমিদের রাস্তায় নামতে হয় জীবনের তাগিদে। প্রয়োজনের ধরন কিংবা কারণ হয়তো অনেক ধাঁচের হয়।