আজও ‘হেঁটে’ ঢাকায় আসছেন মানুষ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ১২:১০

ঈদের তৃতীয়দিন থেকে জারি হওয়া কঠোর বিধিনিষেধের মধ্যে আজ সোমবারও (২৬ জুলাই) মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে ঢাকায় প্রবেশ করছেন অনেকেই। আবার কেউ কেউ যানবহান না পেয়ে রাজধানীতে ঢুকছেন পায়ে হেঁটেই। রাজধানীর প্রবেশমুখে গাবতলীর আমিনবাজার ব্রিজের পাশে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। সেখানে ব্যক্তিগত গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হেঁটে আসা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরের বিভিন্ন জেলা থেকে প্রাইভেট কার বা মাইক্রোতে এসেছেন কোনওরকম। তবে চেকপোস্টের ‘ঝামেলা’ এড়াতে গাড়ি সাভারের হেমায়েতপুর বা তারও আগেই নামিয়ে দিচ্ছে। বাধ্য হয়ে সেখান থেকে হেঁটে আসতে হচ্ছে। 


চেকপোস্টে কর্তব্যরতরা বলছেন, সকালের দিকে চাপটা বেশি ছিল, চাপ ধীরে ধীরে কিছুটা কমছে। তবে এখনও অনেকেই বিভিন্ন কারণ-অকারণে রাজধানীতে আসছেন। লকডাউনের মধ্যে এত ঝক্কিঝামেলা নিয়ে ঢাকায় আসার কারণ হিসেবে বেশিরভাগই কর্মস্থলে যাওয়ার তাড়াকে দেখাচ্ছেন। অবশ্য অযৌক্তিক কারণে কেউ ঢাকায় প্রবেশের চেষ্টা করলে মামলাও দেওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us