তুচ্ছ বিষয় নিয়ে বানিয়াচংয়ে সংঘর্ষে আহত ৩০

মানবজমিন প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০০:০০

হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে সিলেটে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে বানিয়াচংয়ের ১১নং মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামে। সূত্রে জানা যায়, কুশিয়ারতলা গ্রামের আজমান মিয়া ও খুর্শিদ মিয়ার মধ্যে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে খুর্শিদ মিয়ার পক্ষের এক ব্যক্তি হাওরে মাছ ধরতে যান। তাকে মাছ ধরতে নিষেধ করেন আজমান মিয়ার পক্ষের লোকজন। এ নিয়ে তর্ক-বিতর্কের সৃষ্টি হলে বিষয়টি উভয়পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর ৫ জনকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও  অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, হাওরে মাছ ধরা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর পাওয়া মাত্রই বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৫ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us