‘কোচ’ মোস্তাফিজের কাছ থেকে শিখছেন শরীফুল

প্রথম আলো প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ২১:৪৭

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে চোটের কারণে মোস্তাফিজুর রহমানকে পায়নি বাংলাদেশ। মোস্তাফিজের জায়গায় ওই দুই ম্যাচে খেলেছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। সুযোগ পেয়ে এক ম্যাচে ৪ উইকেটসহ মোট ৫ উইকেট নিয়েছেন এই তরুণ বাঁহাতি পেসার। মোস্তাফিজ দলে নেই, এই অভাবটা যেন টের পেতে দেননি শরীফুল।


টি-টোয়েন্টি সিরিজের গল্পটাও একই। চোট থেকে সেরে ওঠা মোস্তাফিজ প্রথম ম্যাচ খেলে ৩১ রানে ৩ উইকেট পেয়েছেন। সেদিন ৩ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন শরীফুলও। কিন্তু সে ম্যাচে পায়ে ব্যথা অনুভব করায় পরের ম্যাচে আর মোস্তাফিজকে নিয়ে ঝুঁকি নেয়নি বাংলাদেশ। মোস্তাফিজের অবর্তমানে শরীফুল যেন আরও তেতে উঠলেন নিজেকে প্রমাণের মিশনে। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে তিনিই ছিলেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের সফলতম বোলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us