দেশের মূল-ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় পূর্ণিমার প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া সাগরের জোয়ারের পানিতে তলিয়ে গেছে আলী আকবর ডেইল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম।
আজ শনিবার সকাল ১১টার দিকে ঝড়ো বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় প্রবাহিত হয়। এতে উপকূলীয় বেড়িবাঁধের একাধিক ভেঙ্গে যাওয়া অংশ দিয়ে সাগরের লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে পড়ে।
জোয়ারের পানিতে দ্বীপের একমাত্র বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র এলাকা তাবালের চরসহ পার্শ্ববর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে লবণের মাঠসহ ১০টি পাড়া। তলিয়ে যাওয়া বাড়িঘরের লোকজনকে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।