নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা প্রতিপক্ষ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলের বাড়িতে গিয়ে শান্তির প্রস্তাব দিয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনি সেখানে যান।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চোধুরী রোমেল জানান, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে যাবেন। তাই তিনি শান্তির প্রস্তাব নিয়ে এসেছেন। এ সময় তিনি কোম্পানীগঞ্জের দীর্ঘ সাত মাসের রাজনৈতিক সহিংসতা বন্ধ করে শান্তি স্থাপনের প্রশ্নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।