You have reached your daily news limit

Please log in to continue


ইচ্ছে অনুযায়ী ফকির আলমগীরের দাফন তালতলা কবরস্থানে

মৃত্যুর পর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে যেন দাফন করা হয় এমন ইচ্ছের কথা এক বছর আগে পরিবারকে জানিয়েছিলেন প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর। সেই ইচ্ছে অনুযায়ী বাদ জোহর একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীকে দাফন করা হবে। এনটিভি অনলাইনকে এমনটি জানিয়েছেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব। আবেগতাড়িত কণ্ঠে তিনি বলেন, ‘গেল বছর আমার শ্বশুর মারা গিয়েছিলেন। তালতলা কবরস্থানে তাঁর দাফন করতে যেয়ে এমন ইচ্ছের কথা জানিয়েছিল উনি। কারণ উনি খিলগাঁওয়ে উনার যৌবন কাটিয়েছেন সেখান থেকে শিল্পী হয়েছেন।’ শনিবার রাত ১টার পর ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব আরও জানিয়েছেন, আজ শনিবার সকাল ১১টায় খিলগাঁও পল্লীমা সংসদ প্রাঙ্গনে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন