নতুন জুতা পরলে অনেকের পায়েই ফোসকা পড়ে যায়। এক্ষেত্রে আক্রান্ত স্থানটি ফুলে ওঠে। অনেকটা পানির থলের মতো দেখা ফোসকার স্থানটি।
খুবই ব্যথা এবং যন্ত্রণায় ভুগতে হয় ফোসকা পড়লে। ফোসকা ফেটে গেলে আবার স্থানটি ঘা তে পরিণত হতে পারে। তাই ফোসকার বিষয়টি হেলাফেলায় নেওয়া উচিত নয়।
পায়ে একবার ফোসকা পড়লে পরে তিন চারদিন চলাচল করা মুশকিল হয়ে দাঁড়ায়। তবে কয়েকটি বিষয় মেনে চললেই সেরে যাবে ফোসকা।