ঈদের ছুটিতেও বেনাপোলে দিয়ে অক্সিজেন আসবে

ডেইলি স্টার প্রকাশিত: ২০ জুলাই ২০২১, ২১:০৮

ঈদে টানা চার দিনের বন্ধেও জরুরি সেবার অংশ হিসেবে বেনাপোল বন্দর দিয়ে চালু থাকবে অক্সিজেন আমদানি। আজ মঙ্গলবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর চার দিন বন্ধ থাকবে। তবে, দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। তাই অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের দুটি টিম প্রস্তুত রাখা হয়েছে।


বেনাপোল বন্দরের ডাইরেক্টর আব্দুল জলিল জানান, ঈদের ছুটির মধ্যেও যেসব আমদানিকারকরা অক্সিজেনসহ জরুরি পণ্য আমদানি করেন, তারা চাইলে এসব পণ্য ঈদের বন্ধের মধ্যেও আমদানি করতে পারবেন। আমদানি করা পণ্য দ্রুত খালাসে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us