নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ভবনে এক অ্যাম্বুলেন্সচালককে আটকে রেখে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ভবনের তৃতীয় তলায় এ নির্যাতন চলে বলে অভিযোগ। কাদের মির্জা বসুরহাট পৌরসভার মেয়র এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।
নির্যাতনের শিকার অ্যাম্বুলেন্স চালকের নাম মো. শহিদ উল্যাহ (৩৫)। তাঁকে পুলিশ গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে বসুরহাট পৌরসভা কার্যালয় থেকে উদ্ধার করে। এরপর তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।