ঈদের আগের দিন গাজীপুরে বৃষ্টির মধ্যে যানজট ভোগান্তি বাড়িয়েছে। মঙ্গলবার সকালে থেকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। একই চিত্র চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট কম থাকলেও যানবাহনের সংকটে পড়ে মানুষের ভিড় বেড়েছে কয়েক গুণ। সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত কয়েকটি পয়েন্টে থেমে থেমে যানজট দেখা দেয়।