ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে জেলার বিভিন্ন হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জুলাই) দুপুরে সরেজমিনে হাটে গিয়ে এ অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাটে গরুপ্রতি ২৩০ টাকা ও ছাগলপ্রতি ৯০ টাকা খাজনা নেয়ার সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা মানছেন না। তারা সরকারি নির্দেশনা উপেক্ষা না গরুপ্রতি ৪০০ টাকা ও ছাগলপ্রতি ১৫০ টাকা খাজনা নিচ্ছেন।