অপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা

ঢাকা পোষ্ট সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ১১:৪৭

অরাজনৈতিক নাগরিক সমাজ একদা দেশের শাসনভার নিজেদের হাতে তুলে নিয়েছিল সামরিক বাহিনীর সহায়তায়। ‘সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার’ নামধারী সেই সরকার রাজনীতিকদের তুচ্ছ করেছিল। এই অরাজনৈতিক মানুষদের রাজনীতির বলি হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


২০০১ থেকে বিএনপি-জামাত সরকারের দুর্নীতি ও দুঃশাসনে বীতশ্রদ্ধ মানুষ যখন আন্দোলন সংগ্রাম করে গণতান্ত্রিক সুশাসনের প্রত্যাশা করছিল তখন দেশে জারি হয় জরুরি আইন, ক্ষমতায় বসে ফখরুদ্দিন-মঈন উদ্দিনের প্রচ্ছন্ন সামরিক শাসন। ২০০৭ সালের ১১ জানুয়ারি ক্ষমতা নিয়ে সে বছরের ১৬ জুলাই ভোরে সেনা সমর্থিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ধানমন্ডির বাসা—সুধা সদন থেকে বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে। শেখ হাসিনাকে মানুষ মুক্ত করে এনেছে। ২০০৮ সালের নির্বাচনে প্রাণ ভরে ভোট দিয়েছে এবং এখনো তিনি ক্ষমতায় আছেন টানা তৃতীয়বারের মতো।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us