আট মাস ধরে সরকার গঠনের চেষ্টায় ব্যর্থ হয়ে পদত্যাগ করলেন লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী সাদ হারিরি। বৃহস্পতিবার বাবদা প্যালেসে দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। সাংবাদিকদের সামনে হারিরি বলেন, আমি সরকার গঠন থেকে সরে গেছি। আউন কিছু সংশোধনী চেয়েছেন, যা তিনি জরুরি বলে মনে করেন। আর বলেছেন, আমরা একে অপরের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারব না... ঈশ্বর এই দেশকে বাঁচান।