করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও নিয়ন্ত্রণ বিধি এখনও রয়েছে রাজ্যে। বাকি সব ক্ষেত্রে কিছুটা শিথিল হলেও, চলছে না লোকাল ট্রেন ও মেট্রো। কার্যত এই লকডাউন ১৫ জুলাই শেষ হওয়ার কথা। এর পরেও নিয়ন্ত্রণ বিধি থাকবে কি না বুধবার তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার। অন্য দিকে, বুধবারই কেন্দ্রে ও রাজ্যে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছে কংগ্রেস।
কংগ্রেসের সংগঠনে হতে পারে রদবদল— এমনও গুঞ্জন উঠছে। হাই কোর্টের নতুন বেঞ্চে শুনানির সম্ভবনা রয়েছে নন্দীগ্রাম মামলার। হতে পারে বিনয় মিশ্র মামলার নিষ্পত্তিও। তেলের দাম কি আরও বৃদ্ধি পাবে? বুধবার দিনভর চোখ থাকবে এমনই গুরুত্বপূর্ণ খবরে।