ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ-পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে গত ১ জুলাই থেকে শুরু হওয়া চলমান বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে। ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত থাকবে এই শিথিলতা। দেশে যখন করোনা শনাক্ত ও আক্রান্তদের মৃত্যু প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে রেকর্ড ভাঙছে, তখন এই শিথিলতা প্রশ্নের সম্মুখীন।
চলতি মাসের প্রথম ১৩ দিনে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৩৩৯ জন। যা দেশের মোট মৃত্যুর ১৩ দশমিক ৮৯ শতাংশ। গত ১১ জুলাই করোনায় একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু দেখেছে দেশ।
শনাক্তের দিক থেকেও একের পর এক রেকর্ড ভেঙেছে জুলাইয়ে। গত ১২ জুলাই একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ১৩ দিনের মধ্যে শনাক্ত হয়েছেন এক লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। যা দেশের মোট শনাক্তের ১২ দশমিক ৭৯ শতাংশ।