আগামীর পরিবার, সমাজ ও রাষ্ট্র কেমন হবে আজকের আমাদের চর্চিত জীবনের ওপর তা নির্ভর করছে। প্রতি মুহূর্ত আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করে চলেছি। আজকের একটি শুভ কাজের চর্চার বিকশিত ফল আমরা আগামীতে ভোগ করব। একইভাবে একটি মন্দ কর্ম চর্চার বিষফলও ভবিষ্যতে আমাদের আস্বাদন করতে হবে। কথাগুলো আমরা বলছি শিশুদের প্রসঙ্গে। আজকের শিশুরা আমাদের আগামী দিনের কাণ্ডারি। যত ভালো ও শুভ কাজ আমরা করব তা ভবিষ্যতে নিয়ে যাবে শিশুরা। এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের জন্য ভালো সংবাদ খুব কম রয়েছে। আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। রাষ্ট্র পরিচালনায় সৃষ্ট অবক্ষয় সমাজ ও পরিবারিক জীবনে বর্ধিত মাত্রায় পড়ছে। চার দিকে লোভলালসার চর্চায় শেষ পর্যন্ত শিকার হচ্ছে শিশুরা।