উইকেটে বল ঘোরে বনবন করে। বাউন্স হয় উঁচু-নিচু। এরকম উইকেটই মেহেদী হাসান মিরাজের মৃগয়া ক্ষেত্র। সহায়ক কন্ডিশনে তাকে সামলানো ভীষণ কঠিন। কিন্তু বিদেশে গেলেই তার বোলিংয়ে ফুটানো হয় না হুল। বরং তার বলে ছোটে রানের ফুলঝুরি। বরাবরের চিত্র ছিল এরকম। সেই মিরাজই এবার অন্যরকম। হারারেতে এতটাই ভালো করলেন যে দেশের বাইরে এখন তিনি বাংলাদেশের সেরা!
জিম্বাবুয়ের বিপক্ষে হারারের টেস্টে প্রথম ইনিংসে মিরাজের শিকার ৮২ রানে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৪টি। ম্যাচে ১৪৮ রানে ৯ উইকেটে, বিদেশে এক ম্যাচে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড!