অবহেলা যে বড় ধরনের অপরাধ, তা দেশের সরকারি হাসপাতাল, বিশেষত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো বারবার প্রমাণ করে যাচ্ছে। এসব স্বাস্থ্যকেন্দ্রের বেশির ভাগেই যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত না করার অভিযোগ চিরায়ত। তার মধ্যেই কিছু মারাত্মক উদাসীনতা মাঝেমধ্যে সরকারি চিকিৎসাব্যবস্থার চরম দুর্বলতাকে সামনে তুলে ধরে। সেসব উদাসীনতা এক পরিসর থেকে অন্য পরিসরে সংক্রমিত হতে হতে তা এমনভাবে প্রতিষ্ঠা পায় যে একসময় জনমনে ধারণা হয়, এটি ব্যতিক্রম নয়, এটিই নিয়ম।