অরণ্যে বন্য জায়ান্ট পান্ডার সংখ্যা ১ হাজার ৮০০তে দাঁড়িয়েছে এবং এই প্রাণীই এখন আর বিলুপ্তপ্রায় নয়। পান্ডা সংরক্ষণে বহু বছরের চেষ্টার পর এ কথা জানিয়েছেন চীনের কর্মকর্তারা। যদিও এ নিয়ে এখনো ঝুঁকি আছে, বলছেন তারা। খবর প্রকাশ করেছে বিবিসি।
অরণ্যে বন্য জায়ান্ট পান্ডার সংখ্যা ১ হাজার ৮০০তে দাঁড়িয়েছে এবং এই প্রাণীই এখন আর বিলুপ্তপ্রায় নয়। পান্ডা সংরক্ষণে বহু বছরের চেষ্টার পর এ কথা জানিয়েছেন চীনের কর্মকর্তারা। যদিও এ নিয়ে এখনো ঝুঁকি আছে, বলছেন তারা। খবর প্রকাশ করেছে বিবিসি।
Join Priyo to discover more contents