You have reached your daily news limit

Please log in to continue


আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা ঘিরে বিশৃঙ্খলা এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং

রাত পোহালেই কোপা আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের ফাইনাল খেলা। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ফাইনাল খেলা ঘিরে বিশৃঙ্খলা এড়াতে আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং করেছে জেলা পুলিশ।

মাইকিংয়ে বলা হচ্ছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১১ জুলাই আর্জেন্টিনা-ব্রাজিল, এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে কোপা আমেরিকা ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত খেলাটি বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। এমতাবস্থায় প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় উন্মুক্ত স্থানে, হাটবাজারে, রাস্তার মোড়ে, হোটেল-রেস্টুরেন্টে, চায়ের দোকানে, বাড়িঘরে, পাড়া-মহল্লায় বন্ধুবান্ধব একত্রিত হয়ে গণজমায়েত করে ফুটবল খেলা দেখতে পারবেন না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন