গাইবান্ধায় ৪৬ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

বার্তা২৪ প্রকাশিত: ০৯ জুলাই ২০২১, ২১:৪৮

গাইবান্ধায় লকডাউনের নবম দিনে ৪৬ মামলায় ৩২ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলার প্রত্যেক উপজেলায় ১৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় মানুষ লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় এ জরিমানা করা হয়। শুক্রবার (৯ জুলাই) রাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।


জানা যায়, লকডাউনের প্রথম দিনে ৪৭ মামলায় ২৬ হাজার ২৫০ টাকা, দ্বিতীয় দিনে ৬১ মামলায় ২৩ হাজার ২৫০ টাকা, তৃতীয় দিনে ৯০ মামলায় ৬২ হাজার ৯০০ টাকা, চতুর্থ দিনে ১০৩ মামলায় ৮৯ হাজার ৫০ টাকা, পঞ্চম দিনে ৮০ মামলায় ৭১ হাজার ৩৫০ টাকা, ৬ষ্ঠ দিনে ৭৬ মামলায় ৭৩ হাজার ৫০০ টাকা , সপ্তম দিনে ৭৮ মামলায় ৫৪ হাজার ৯০০ টাকা ও অষ্টম দিনে ৭০ মামলায় ৪৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ পর্যন্ত সর্বমোট ১৩৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এসব অভিযান চলাকালে জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us