ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বাড়ি তৈরিতে কোনো ‘অনিয়ম’ সহ্য করা হবে না বলে জানিয়েছেন ‘আশ্রয়ণ প্রকল্পের’ পরিচালক মো. মাহবুব হোসেন।
নির্মাণকাজ যাচাইয়ে এরই মধ্যে পাঁচটি দল মাঠে নেমেছে। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একযোগে এসব দল বিভিন্ন জেলার উদ্দেশে রওনা হয়। প্রথম দফায় সারাদেশের জেলা-উপজেলাকে পাঁচটি ভাগ করে পরিদর্শন কাজ শুরু হয়েছে।