নিজ বাসভবনে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি হত্যাকাণ্ডের ঘটনায় ২৮ জনের সংশ্লিষ্টতা রয়েছে। জড়িতদের মধ্যে ২৬ জন কলম্বিয়ান এবং দুজন হাইতি বংশোদ্ভূত মার্কিন নাগরিক বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জুলাই) এ তথ্য জানিয়েছেন হাইতির পুলিশপ্রধান লিওন চার্লস। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।