আমাকে মুখটিপে হাসতে দেখে ভদ্রমহিলা বলে উঠলেন-
: ভাইজান! ইফ ইউ ডোন্ট মাইন্ড; কীজন্য হাসলেন, জানতে পারি কি?
হাসির কারণ বলা যাবে না। তার সাজগোজের অস্বাভাবিকতা আমার হাসির কারণ- এ কথা জানার পর ভদ্রমহিলার প্রতিক্রিয়া নিশ্চয়ই আমার জন্য সুখকর হবে না। খামাকা নাগিনীর লেজে পা দেয়ার দরকার কী? ঠোঁটে অমিমাংসিত হাসি ঝুলিয়ে রেখে আমি ভদ্রমহিলার নামের প্রশংসা করলাম।
প্রশংসায় আল্লাহপাক খুশি হন। আল্লাহপাকের মহব্বতের সৃষ্টি মানুষও খুশি হয়। ভদ্রমহিলা খুশি হলেন। লজ্জা মেশানো গলায় বললেন-
: আমার নামকরণের একটা ইতিহাস আছে, বলব?