করোনাভাইরাসের বাহক হিসেবে বন্যপ্রাণীকে দায়ী করা হলেও এই সংক্রমণের জন্য মানুষের বিচিত্র খাদ্যাভ্যাস দায়ী। বন্যপ্রাণী নিজেরা এসে আমাদের সংক্রমিত করেনি। আমরা উপযাজক হয়ে বন্যপ্রাণী খাওয়ার অভ্যাস তৈরি করেছি। যে কারণে বিচিত্র খাদ্যাভ্যাসের সঙ্গে সঙ্গে বিচিত্র রোগ-বালাইও আমাদের আক্রমণ করছে। করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকেই একটা প্রশ্ন আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছে- পৃথিবীতে এত খাবার থাকতে বাদুড় বা বনরুইকে কেন খেতে হবে। এই বিজাতীয় খাবার না খেলে কী হয়। প্রকৃতির বিরুদ্ধাচরণ করলে তার শাস্তিত হাতেনাতে পাওয়া যায়। আমাদের কৃতকর্মের জন্য আজকের এই শাস্তি।