কারা-হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ‘চিকিৎসা’ নিচ্ছেন শতাধিক বন্দি। কারাগারের বাইরের হাসপাতালগুলোতে কত বন্দি আছেন তার সঠিক তথ্য জানাতে পারেননি কারা কর্মকর্তারা। তবে এর মধ্যে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম বেশ কয়েক মাস ‘চিকিৎসা’ নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর প্রিজন সেলে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৭ কারাবন্দি। এর মধ্যে একজন ভারতীয় নারী উর্মিলা। অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়েছিল।