আশঙ্কাগুলো কখনোই উড়িয়ে দেবার মতো নয়। পৃথিবী ব্যাপী যে সব সামরিক তৎপরতা চলছে, তাতে করে যে কোনো সময় যুদ্ধের ডঙ্কা বেজে উঠতে পারে। বিশেষ করে দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, তাইওয়ান প্রণালী ও মালাক্কা প্রণালীর বাণিজ্যিক ব্যবহার নিয়ে যে মানসিক ও সামরিক বৈরিতার চাপ তৈরি হয়েছে, এবং তা ক্রমাগত বেড়ে চলেছে, সেই সাথে প্রশান্ত মহাসাগরীয় জোটের তৎপরতা যেমন গোটা পরিস্থিতিকে চমকে দিচ্ছে, তাতে করে এই শঙ্কা অমূলক নয় যে, যে-কোনো সময় তাকে আগ্নেয়গিরিতে রূপান্তর করে ফেলতে পারে।