উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে নেত্রকোনার প্রধান প্রধান নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার পাঁচ উপজেলায় কমপক্ষে ২৫ হাজার মানুষ পাঁচ দিন ধরে পানিবন্দি রয়েছে। গতকাল রোববার পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছেনি। পানিবন্দি মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে জেলার সোমেশ্বরী, উদ্ধাখালী, কংস, ধনুসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বধলা, সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকার গ্রামীণ ও অভ্যন্তরীণ সড়ক পানি তোড়ে ভেঙে ও ডুবে গেছে।