সিভি লেখার কলাকৌশল

ফিনান্সিয়াল এক্সপ্রেস প্রকাশিত: ০৩ জুলাই ২০২১, ০৯:২০

সিভি ছাড়া কি আজকাল কোনো চাকরি জোটে?


লিখিত দরখাস্ত পেশাদারি জীবনে প্রবেশের ক্ষেত্রে যতটা না ব্যবহার হয়, ততটা বেশি ব্যবহার হয় ‘সিভি’ শব্দটি, ইংরেজি ‘Curriculum Vitae’ শব্দটির সংক্ষিপ্ত রূপ। ধরে নেয়া হয়, সিভি বর্তমানকার ডিজিটাল সময়কালের ই-রিক্রুটমেন্টের অন্যতম প্রধান অংশ। বলা চলে, চাকরির বাজারে টেকসই উপায় হিসেবে বিদ্যমান রয়েছে ই-রিক্রুটমেন্ট। সেখানে মূলত কম্পিউটার অ্যাপ্লিকেশনের সহায়তায় চাকরিদাতা কাকে চাকরি দেবেন, তা ঠিক করেন। সিভি একজন চাকরিদাতার কাছে গুরুত্বপূর্ণ, কারণ তিনি কাকে চাকরি দেবেন, তার অনেকটা নির্ভর করে এটির উপর।


 


সিভিতে মূলত কী থাকে?


সহজ কথায় বলা যায়, সিভি হচ্ছে আবেদনকারীর যোগ্যতার তথ্যনামা। আবেদনকারীর চাকরি পাবার জন্য সিভিতে নির্দিষ্ট তথ্যগুলো গুছিয়ে দিতে হয়। শুধু গোছানো হলেও চলে না, সুনির্দিষ্ট ও চাকরিদাতার দৃষ্টি আকর্ষণ করতে পারে, সিভি হওয়া চাই সেরকম। মূলত ইংরেজিতে সিভি লেখা হয়।হয়...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us