ফ্রাঞ্চাইজের আকাশ ছোঁয়া সাফল্যের পর এক্কেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হতে চলেছেন ব্লকবাস্টার পরিচালক SS Rajamouli। ইতোমধ্যে তাঁর ম্যাগনাম ওপাস RRR (রামা রৌদ্র রুশিতাম) ছবির শ্যুটিং শেষের পর্যায়ে। বাকি রয়েছে শুধুমাত্র ২টি গানের শ্যুটিং। আর এই দুটির মধ্যে একটি নিয়েই আপাতত সরগরম সিনেমামহল।
জানা গিয়েছে এস এস রাজামৌলির এই ছবিতে একটি গানে একসঙ্গে দেখা যাবে Alia Bhatt এবং Ram Charan-কে। এই গান নিয়েই এখন চর্চা তুঙ্গে। ইউনিটের ঘনিষ্ঠ এক সূত্রের খবর জুলাই মাসেই গানের শ্যুটিং শুরু হওয়ার কথা। এক্সট্রাভ্যাগেন্ট এই গানের দৃশ্যে ফুটে উঠবে দক্ষিণের সুপারস্টার